ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

হাতিরঝিল সংলগ্ন নির্মানাধীন গাড়ি পার্কিং বন্ধের দাবি এলাকাবাসীর

প্রকাশিত : ১০:৫৮, ২৫ জুন ২০১৬ | আপডেট: ১০:৫৮, ২৫ জুন ২০১৬

হাতিরঝিল সংলগ্ন নিকেতন চৌরাস্তায় নির্মানাধীন গাড়ি পার্কিং বন্ধের দাবি জানিয়েছেন মহাখালী, তেজগাঁও, গুলশান বারিধারার বাসিন্দারা। তাদের অভিমত, এসব এলাকায় সারাক্ষণই কমবেশি যানজট থাকে। সড়কের পাশে বহুতল পার্কিং নির্মাণ হলে এই জট ছড়িয়ে যাবে বলে আশংকা তাদের। তেজগাঁও লিংক রোড হয়ে গুলশান এক নম্বরের প্রবেশ পথে প্রায়ই থাকে গাড়ির এমন লম্বা লাইন। আবার কখনও কখনও হাতিরঝিলের যানজট পৌঁছায় প্রায় এক-দেড় কিলোমিটার। নিকেতনের দক্ষিণে আড়ং সংলগ্ন চৌরাস্তায় বহুতল যে পার্কিং নির্মাণ হচ্ছে তাতে জটের ধকলে পড়বে ভিআইপি এলাকায় যাতায়াত করা সব ধরণের পরিবহণ। ট্রাফিক পুলিশ বলছে, এই পার্কিং শুধু হাতিরঝিলের সৌন্দর্যই নষ্ট করবে না, কূটনৈতিক আর অফিসপাড়ার সঙ্গে দূরত্বও বাড়াবে। যানজট ছাড়িয়ে যাবে আশপাশের সবগুলো এলাকায়। রাজউকের সবগুলো পার্কিং-ই অব্যবহৃত। তারপরও কেন নতুন প্রকল্প?  প্রশ্নের উত্তর মিলেছে একেবারেই দায়সারা। নির্মাণাধীন পার্কিংটিকে অপরিকল্পিত দাবি করে নকশার পরিবর্তন চান ভূক্তভোগীরা ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি