ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে ঈদের কেনাকাটা জমে উঠেলেও দিনাজপুরে মন্দাভাব

প্রকাশিত : ১১:০৫, ২৫ জুন ২০১৬ | আপডেট: ১১:০৫, ২৫ জুন ২০১৬

রাজবাড়ীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা।  পোশাক ছাড়াও অন্য পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা। তবে ধান আর লিচুর জেলা দিনাজপুরে ঈদ কেনাকাটায় মন্দাভাব। কৃষকের আর্থিক লোকসানকেই কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে ঈদ মৌসুমে ব্যস্ততা বেড়েছে ভৈরবের জুতা কারিগরদের। রঙবেরঙের বাহারি সব পোশাকে ছেয়ে গেছে রাজবাড়ির ঈদ বাজার। দোকানগুলোতে জমে উঠেছে বিকিকিনি।  <ংঃৎড়হম> নতুন নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তবে বিগত বছরের তুলনায় পোশাকের দাম এবছর কিছুটা বাড়তি। রোজার শেষ সপ্তাহে বেচাকেনা আরো বাড়বে বলে আশা বিক্রেতাদের। ঠিক উল্টো চিত্র দিনাজপুরের বিপণীবিতানগুলোতে। দোকানগুলোতে ক্রেতাদের ভিড় একেবারেই কম। তবে এবার পণ্যের দাম বেশি বলে মনে করছেন ক্রেতারা। এদিকে ঈদের আগে ব্যস্ত ভৈরবের জুতার কারিগররা। ১০ হাজার কারখানায় প্রায় এক লাখ শ্রমিক দিন রাত কাজ করে যাচ্ছে। বিরামহীনভাবে চলছে নানা ডিজাইনের জুতা তৈরির কাজ। তবে জুতার দাম নিয়ে অসন্তোষ কারিগরদের। আর বিদেশী জুতায় বাজার সয়লাব হওয়ায় কিছুটা বিপাকে এ শিল্পের সাথে জড়িতরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি