ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারে নদীর ভাঙ্গনে বিলিন হয়ে গেছে আদিবাসীদের ফসলি জমি

প্রকাশিত : ১১:০৬, ২৫ জুন ২০১৬ | আপডেট: ১১:০৬, ২৫ জুন ২০১৬

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলই নদীর ভাঙ্গনে বিলিন হয়ে গেছে আদিবাসী মনিপুরী সম্প্রদায়ের কয়েকশ একর ফসলি জমি। আর ক্রমাগত ভাঙ্গনে তা এবার এসে ঠেকেছে ধলই প্রতিরক্ষা বাঁধে। এরিমধ্যে বাঁধের অর্ধেক নদীতে বিলিনও হয়ে গেছে। আবার পাহাড়ী ঢল নামলে বাঁধের অবশিষ্ট অংশ ভেঙ্গে তলিয়ে যাওয়ার আশংকা শিমুতলা, জোড়া মান্ডব ও শিববাজারসহ আশপাশের ৭ থেকে ৮টি গ্রাম। দক্ষিণ শিমুলতলার উত্তরপাশ দিয়ে বয়ে যাওয়া ধলই নদীর ভাঙ্গন প্রতিরোধে একবছর আগে মাঠে নেমেছিলেন স্থানীয়রা। এখন এই জায়গাটুকুসহ ধলই নদীর ভাঙ্গনে নিঃচিহ্ন হয়ে গেছে অনেক ধানীজমি, সবজী ক্ষেত এবং বাপদাদার শষানও। এবার দক্ষিন শিমুলতলার দক্ষিণ পাশের ধলাই প্রতিরক্ষা বাঁধটির ভাঙ্গন ঠেকাতে মাঠে নেমেছেন এলাকাবাসি। এইটুকু অংশ ভেঙ্গে গেলে বড়রকমের ক্ষতির সম্মূখিন হবে কমলগঞ্জ উপজেলার একাধিক গ্রাম। এছাড়াও ঝুঁকিতে পড়বে ভানুগাছ পাত্রখলা পাকা সড়ক, মনিপুরি ললিতকলা একাডেমী, বাংলাদেশের সবচেয়ে বড় রাস উৎসবের আয়োজনকারী জোড়া মন্ডপসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ড বাঁশ ও মাটির ব্যাগ দিয়ে ভাঙ্গন  প্রতিরোধের কিছু ব্যবস্থা নিলেও এ মৌসুমে প্রথম পাহারী ঢলেই তা ভেঙ্গে যায়। তবে এটি সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার  কথা জানালেন সংশ্লিষ্টরা। পুরো বাঁধ ভেঙ্গে বড় আকারের ক্ষতির আগেই সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসবে, এমনটাই চাওয়া আতংকগস্ত গ্রামবাসীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি