ঢাকা, রবিবার   ১০ নভেম্বর ২০২৪

হংকংয়ে উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে বিক্রেতাদের ব্যাপক সংঘর্ষ আহত ৪৪

প্রকাশিত : ১৩:৫০, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:৫০, ৯ ফেব্রুয়ারি ২০১৬

hkcহংকংয়ে অবৈধ খাবারের দোকান উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্রেতাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪৪ জন। মং কক এলাকার ব্যস্ত সড়কের আশপাশ থেকে অবৈধ খাবার দোকান উচ্ছেদে অভিযান চালায় পুলিশ। এসময় দোকানিরা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে তারা। রাস্তা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড গুলি ছুঁড়ে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। এদিকে সরকারি এক বিবৃতিতে এই দাঙ্গার জন্য উগ্রপন্থিদের দায়ী করা হয়। ২০১৪ সালে গণতন্ত্রপন্থি ব্যাপক বিক্ষোভের পর এটিই হংকংয়ে বড় ধরনের বিক্ষোভের  ঘটনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি