ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

এগিয়ে চলছে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের অবকাঠামো নির্মান কাজ

প্রকাশিত : ০৯:৪৩, ২৬ জুন ২০১৬ | আপডেট: ০৯:৪৩, ২৬ জুন ২০১৬

এগিয়ে চলছে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের অবকাঠামো নির্মান কাজ। কয়লা ভিত্তিক ১৩শ’ ২০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি চালু হলে দক্ষিনাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদুৎ সুবিধাসহ অর্থনৈতিক ভীত আরো মজবুত হবে। পটুয়াখালীতে তাপ বিদ্যুত কেন্দ্র স্থাপনে বাংলাদেশ ও চীনের সাথে যৌথ সমঝোতা চুক্তি সই হয় ২০১৫ সালের ২২ মার্চ। প্রকল্প বাস্তবায়নে কলাপাড়ার ধানখালী ইউনিয়নে প্রায় ১ হাজার একর জমি অধিগ্রহণ করে সরকার। বিদ্যুত কেন্দ্রটি নির্মানে ব্যয় ধরা হয়েছে ৭শ’৮২ কোটি ৬২ লাখ টাকা। তবে ভূমি অধিগ্রহনের টাকা এখন পর্যন্ত না পাওয়ায় ১৩৫টি পরিবার রয়েছে অনিশ্চয়তার মধ্যে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রর আবকাঠামোর প্রথম ধাপের কাজ জুন নাগাদ শেষ হবে বলে জানালেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। ২০১৯ সালের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে জানান প্রকল্প কর্মকর্তা। যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তারা যাতে দ্রুত ক্ষতিপূরনের অর্থ পান সে জন্যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে- এমন তথ্য জানালেন জেলা প্রশাসনের কর্মকর্তা। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দক্ষিণাঞ্চলবাসির জীবন-মান আরো উন্নত হবে। স্থাপিত হবে আরো শিল্পকারখানা, নিরিবিচ্ছিন্ন থাকবে বিদ্যুত সরবরাহ এমনটাই মনে করছেন এই এলাকার বাসিন্দারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি