ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

লঞ্চ-স্টিমারের ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে আজ

প্রকাশিত : ১৫:০০, ২৬ জুন ২০১৬ | আপডেট: ১৫:০০, ২৬ জুন ২০১৬

আজ রোববার শুরু হয়েছে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য লঞ্চ-স্টিমারের ঈদের আগাম টিকেট বিক্রি। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে টিকেট দেয়া হলেও খুব একটা ভিড় নেই। ঈদে মানুষের ঘেরে ফেরা নির্বিঘ্ন করতে ৩৫টি কাউন্টারে বিভিন্ন রুটের লঞ্চের জন্য টিকেটের ব্যাবস্থা করা হয়েছে। আগামী ৩০ জুন থেকে যাত্রীদের চাপ বেশি হলে যাত্রীদের সেবায় স্পেশাল সার্ভিস দেয়ার কথাও জানিয়েছে বিআইডব্লিটিএ এর যুগ্ম পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন। একই সাথে সদরঘটে যাত্রীদের চাপ সামলাতে ওয়াইজ ঘাট থেকে বরিশাল ও লালকুঠি ঘাট থেকে চাঁদপুরের লঞ্চ ছাড়ার ব্যাবস্থা করেছে কর্তৃপক্ষ। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে আজ দেয়া হয়েছে ৪ জুনের আগাম টিকেট। এদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনেছেন যাত্রীরা। রাতভর অপেক্ষা করেও কাঙ্খিত টিকেট পেয়ে খুশি মনে বাড়ি ফিরেছেন অনেকেই।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি