ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

ব্রেক্সিট ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছেন শীর্ষ নেতারা

প্রকাশিত : ১২:২৩, ২৭ জুন ২০১৬ | আপডেট: ১২:২৩, ২৭ জুন ২০১৬

ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনের বিরোধী দল- লেবার পার্টির ১০ ছায়া মন্ত্রীর পদত্যাগের পর ভাঙ্গন ঠেকাতে পাল্টাপাল্টি বৈঠক ডেকেছেন দলের শীর্ষ নেতারা। এরইমধ্যে জরুরি বৈঠক ডেকেছেন দলের প্রধান নেতৃত্ব জেরেমি করবিন। সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি সর্তক করেন, নেতৃত্বে পরিবর্তন আনত চাইলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ছায়া মন্ত্রিসভাও নতুন করে গঠন করতে উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। এদিকে আজ পার্লামেন্টারি লেবার পার্টি- পিএলপির বৈঠকে জেরেমি করবিনের বিরুদ্ধে আস্থা ভোটের ব্যাপারে আলোচনা হবে। মঙ্গলবার গোপন ব্যালটে আস্থা ভোট হবে কি না তা নিয়েও সিদ্ধান্ত নেয়া হবে ওই বৈঠকে। অন্যদিকে শুক্রবারের পর আবার কমতে শুরু করেছে ডলারের বিপরীতে পাউন্ডের দাম। একইসঙ্গে এশিয়ার শেয়ারবাজারেও শুরু হয়েছে দরপতন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি