ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামে মৃদু ভূ-কম্পন অনুভূত

প্রকাশিত : ১২:৩২, ২৭ জুন ২০১৬ | আপডেট: ১২:৩২, ২৭ জুন ২০১৬

চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৭। সকাল ৭টা ২৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিলো প্রায় ৪৩ সেকেন্ড। তবে এই ভূমিকম্পে কোথাও বড় ধরণের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল খাগড়াছড়ির মানিকছড়ির ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বলে জানা যায়। এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। এদিকে ভূমিকম্পে চট্টগ্রা‌মের রহমতগ‌ঞ্জের সড়ক ও জনপদ অ‌ফি‌সের পুরাতন ভবনগু‌লো বেশকিছু সময় ধ‌রে দুল‌তে থাকায় ওইসব এলাকার মানুষের মধ্যে আতঙ্কা ছড়িয়ে পড়ে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি