ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

ঈদে বাড়ি যেতে লঞ্চ-স্টিমারের আগাম টিকিট বিক্রি শুরু

প্রকাশিত : ১২:৩৬, ২৭ জুন ২০১৬ | আপডেট: ১২:৩৬, ২৭ জুন ২০১৬

ঈদে বাড়ি যেতে লঞ্চ-স্টিমারের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে খুব একটা ভীড় নেই কাউন্টারগুলোতে। ঈদে লঞ্চে যারা বাড়ি ফেরেন তাদের যাত্রা নির্বিঘœ করতে অন্যবারের তুলনায় এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ৩৫টি কাউন্টারে বিভিন্নরুটের লঞ্চের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে। সদরঘাটে সব সময় লঞ্চে টিকেট বিক্রি করা হলেও টার্মিনালে নতুন ব্যবস্থার কারণে ভীড় কম বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। এছাড়া, বাস টার্মিনালগুলোতে খুব বেশি চাপ না থাকলেও টিকিট কিনেছেন অনেকেই। সেই সাথে বিক্রিশুরু হয়েছে বিআরটিসি বাস টিকিট। যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি