ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

ভোলার মানুষের দিন-রাত্রি মিলে জাহাজ মাত্র একটি

প্রকাশিত : ১২:৫০, ২৭ জুন ২০১৬ | আপডেট: ১২:৫০, ২৭ জুন ২০১৬

উত্তাল সাগর কিংবা সর্বনাশা মেঘনা পাড়ি দেয়া অনেকটাই সহজ ভোলার মানুষের কাছে। এর চেয়ে অনেক বেশি কঠিন লঞ্চে চেপে ঢাকায় যাওয়া। কারণ দিন-রাত্রি মিলে জাহাজের সংখ্যা মাত্র এক। তাতে চড়লেও লাঞ্চনা-গঞ্জনার শেষ নেই। বেথুয়া, শ্যামরাজবাজার, মির্জাকালু কিংবা মাস্টারহাট-সব ঘাটেই একক রাজত্ব আগরপুর নেভিগেশনের মালিকানাধীন লঞ্চের। পানামা, এমভি টিপু কিংবা ফারহান-এসব নামেই উপকূলজুড়ে চলছে প্রায় এক যুগ। সেবার বদলে যাত্রী নিষ্পেষণে বদনাম পাওয়ায় মানুষের কাছে কোম্পানিটি এখন আতঙ্কের নাম। কারও ব্যবসা, কারও চাকরি। কেউ আবার দিনমজুরী করতে উপকূল ছেড়ে পাড়ি জমান ঢাকা কিংবা দূরের কোন শহরে। কিন্তু কাক্সিক্ষত গন্তেব্যে পৌঁছানোর আগেই যাত্রীদের নানামূখী নাজেহাল হতে হয় লঞ্চের স্টাফদের হাতে। একতরফা অত্যাচার-অনাচারের কথা জানে স্থানীয় প্রশাসন। বছরের পর বছর ধরে এমন অত্যাচার চলায় ক্রমেই ফুঁসে উঠছে মেঘনা পাড়ের মানুষেরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি