ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

৮ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

প্রকাশিত : ১৯:৪৩, ২৮ জুন ২০১৬ | আপডেট: ১৯:৪৩, ২৮ জুন ২০১৬

দেশের ১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণসহ আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ২ হাজার ২৮১ কোটি টাকা  ব্যয় ধরে এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ১ হাজার ৪০ কোটি টাকা টাকার কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টেরও অনুমোদন দেয়া হয়। সড়ক উন্নয়ন, নদী ভাঙ্গন রক্ষা, সুবিধাবঞ্চিত মহিলাদের আত্মনির্ভরশীল করতে কারিগরী শিক্ষা ও গাভি সরবরাহের প্রকল্পেরও অনুমোদন দেয় একনেক। আটটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬০৬ কোটি টাকা। এরমধ্যে সরকারী অর্থ ৩ হাজার ৮০৬ কোটি টাকা, বাকি টাকা আসবে বৈদেশিক প্রকল্প সাহায্য থেকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি