ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বিত্তবানশ্রেণীর চাহিদা মেটাতে বাহারী নকশায় তৈরী পোষাকে বিক্রেতাদের ঝোক

প্রকাশিত : ১১:৪১, ২৯ জুন ২০১৬ | আপডেট: ১১:৪১, ২৯ জুন ২০১৬

ঘনিয়ে আসছে ঈদ তাই দারুণ ব্যস্ত রাজধারীর বিপণীবিতানগুলো। সমাজের বিত্তবানশ্রেণীর চাহিদা মেটাতে বাহারী নকশায় তৈরী পোষাকে ঝোঁক বিক্রেতাদের। তবে এক্ষেত্রে দেশীয় পোশাকের চেয়ে ভারতীয় পোষাকেই চোখ ক্রেতাদের। শাড়ী, থ্রি-পিছ পাঞ্জাবী কিংবা ছোটদের পোষাকেও একই চিত্র মাকের্টকগুলোয়। ঈদে সবাই সাজতে চান মানানসই পোষাকে।  রাজধানীর মার্কেট গুলোতে তাই এখন উপচে পড়া ভিড়। বৈচিত্রময় এসব দামী পোষাক   সমাজের উচ্চ আয়ের মানুষের  উপহার হিসেবে কিনছেন পরিবারের সদস্যদের জন্য। শাড়ী-পাঞ্জাবীর সাথে ক্রেতারা কিনছেন নিত্য টুকিটাকি। পছন্দের জিনিস কিনতে পেরে খুশি ক্রেতারা। ছোটবড় সবার চাহিদা মাথায় রেখে বিক্রেতারা যোগান দিচ্ছেন আর্কষণীয় এইসব পোষাক। ভালো দাম পাওয়ায় খুশি দোকানিরাও। তবে দেশী পোষাকের তুলনায় ক্রেতাদের বেশি চাহিদা নামী-দামী ভারতীয় পোষাকে। নজরকারা ডিজাইন, আর তুলনামূলক ভালো মানই এর কারন বলে জানান বিক্রেতা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি