ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

২০১৫ সালে সেবাখাতে প্রায় ৯ হাজার কোটি টাকার দূর্নীতি হয়েছে: টিআইবি

প্রকাশিত : ১৫:৪২, ২৯ জুন ২০১৬ | আপডেট: ১৫:৪২, ২৯ জুন ২০১৬

২০১৫ সালে সেবাখাতে প্রায় ৯ হাজার কোটি টাকার দূর্নীতি হয়েছে বলে প্রতিবেদনে বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেবা খাতে দূর্নীতি নিয়ে খানা জরিপের এই তথ্য তুলে ধরা হয়।  তুলনামূলকভাবে ২০১৫ সালে ২০১২ সালের থেকে দূর্নীতি বেড়েছে প্রায় ১ হাজার ৫শ কোটি টাকা। এছাড়া প্রতিবেদনে শীর্ষ দূর্নীতিগ্রস্থ খাত হিসেবে পাসপোর্ট বিভাগকে চিহ্নিত করেছে টিআইবি। এখাতে ৭৭ দশমিক ৭ শতাংশ মানুষ দুর্ণীতির শিকার বলে উল্লেখ করা হয়েছে। আর এরপরেই রয়েছে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি