ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

পরিবেশ রক্ষায় গাছ লাগিয়ে চলেছেন পাবনার ইদ্রিস আলী খান

প্রকাশিত : ০৯:৫৪, ১ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:৫৪, ১ জুলাই ২০১৬

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে পরিবেশ যখন হুমকির মুখে, ঠিক তখন পরিবেশ রক্ষায় গাছ লাগিয়ে চলেছেন পাবনার ইদ্রিস আলী খান। নি:স্বার্থভাবে ৩৫ বছর ধরে শুধু গাছ লাগাচ্ছেন তিনি। এ পর্যন্ত তিনি ৬’শ বটগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন। একজন প্রকৃতি বান্ধব মানুষ! সবাই তাকে চেনে ‘বৃক্ষপ্রেমী ইদ্রিস’ নামে। জীবিকার তাগিদে দর্জির কাজ করলেও ইদ্রিস আলীর সখ রাস্তার দু’পাশে ও পরিত্যক্ত জায়গায় গাছ লাগানো। গাছের মধ্যে বিলুপ্ত প্রায় বট গাছ লাগান বেশি। শুধু ফরিদপুর উপজেলা নয়, চাটমোহর, ভাঙ্গুড়াতেও অন্তত ৬’শ বটসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন। গত ৩৫ বছর ধরে পুরনো ভবন এবং দূর-দূরান্ত থেকে বট গাছের চারা সংগ্রহ করে প্রথমে নিজ বাড়িতে টবে লাগান। পরে সেগুলো রোপন করে পরিচর্যা করেন। মৃত্যুর আগ পর্যন্ত গাছ লাগিয়ে যেতে চান গাছপ্রেমী এই মানুষটি। স্থানীয়রা জানান, সরকারী বা বেসরকারীভাবে কোন সহযোগীতা পেলে তার গাছ লাগানোর কার্যক্রম আরও বাড়তে পারে। ২০০৮ সালে পাবনা জেলা প্রশাসন থেকে সাদা মনের মানুষ হিসেবে স্বীকৃতি পান ইদ্রিস আলী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি