ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মাথাপিছু আয় ১হাজার ৩১৬ মার্কিন ডলার, মূল্যস্ফীতি ৬দশমিক০৭ শতাংশে দাঁড়িয়েছে

প্রকাশিত : ১৮:১৮, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:২০, ৯ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশে বাৎসরিক মাথাপিছু আয় ২ ডলার বেড়ে ১ হাজার ৩১৬ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য সাত শতাংশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এ কথা জানিয়েছে। ৪৩ জেলার নদ-নদীর পানি ব্যবস্থাপনা, ময়মনসিংহ ও নেত্রকোনার সীমান্তে সড়ক নির্মানসহ ২ হাজার ৮৬৫ কোটি টাকার আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয় সভায়। ecnecরাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভাটি হয়। এরমধ্যে ৪৩ জেলার নদ-নদীর পানি ব্যবস্থাপনার প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮১৫ কোটি টাকা। এছাড়া ভারত ও বাংলাদেশের সীমান্ত হাঁট বাড়িয়ে দুদেশের পন্যের ঘাটতি দূর করতে ময়মনসিংহ ও নেত্রকোনার সীমান্তে সড়ক নির্মানের একটি প্রকল্পও অনুমোদন দেয়া হয়। পরিকল্পনামন্ত্রী জানান, মাথাপিছু আয় ২ ডলার বাড়ার কারণেই ২০১৪-১৫ অর্থবছরের চুড়ান্ত প্রতিবেদনে প্রবৃদ্ধি বেড়েছে। একনেক সভায় অনুমোদন পায় ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, মোবারকপুরে তেল/গ্যাস অনুসন্ধান ক’প খনন প্রকল্প এবং ভোলা জেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র রক্ষায় দৌলতপুর ও বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদীর ভাঙ্গন প্রকল্প।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি