ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪

গুলশান হামলায় নিহত বিদেশীদের মধ্যে কম পক্ষে ছয়জন পোষাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ছিল

প্রকাশিত : ১৫:৫২, ৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৫২, ৪ জুলাই ২০১৬

গুলশান হামলায় নিহত বিদেশীদের মধ্যে কম পক্ষে ছয়জন সরাসরি তৈরি পোষাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে জানিয়েছে বিজিএমইএ। দুপুরে এক প্রেস ব্রিফিং এ কথা জানান সংগঠনের সভাপতি সিদ্দিকুল রহমান। বর্বরোচিত এ হামলার ঘটনায় তৈরি পোষাক শিল্পের ক্রেতাদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও এর ধাক্কা সামলে নেয়া যাবে বলেই মত  তার। তিনি আরো জানান, ঈদ সামনে রেখে দু-একটি বাদে সব কারখানাই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করেছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি