ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪

আইসল্যান্ড ফুটবল দল দেশে ফিরে বীরোচিত সম্বর্ধনা পেয়েছে

প্রকাশিত : ১৪:২৫, ৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:২৫, ৫ জুলাই ২০১৬

ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া আইসল্যান্ড ফুটবল দল দেশে ফিরে বীরোচিত সম্বর্ধনা পেয়েছে। রাজধানী রিকজাভিকে নানা আয়োজনে ফুটবল বীরদের বরণ করে দেশের হাজার হাজার সমর্থক। এই সময় নেচে গেয়ে উৎসব উদযাপন করেন তারা। প্রথমবার খেলতে গিয়ে শেষ আটে জায়গা করে নেয় ইউরোপের ছোট্ট দেশ আইসল্যান্ড। শেষ ষোলতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায় তারা। তবে, কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে ৫-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। এরপরও কোয়ার্টার ফাইনালে উঠাকেই দেশটির বড় অর্জন বলে মনে করছে আইসল্যান্ডের মানুষ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি