ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪

নিজ দেশে ফিরল গুলশান হামলায় নিহত ৭ জাপানির মরদেহ

প্রকাশিত : ১৪:৩৩, ৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৫৯, ৫ জুলাই ২০১৬

নিজ দেশে ফিরল গুলশান হামলায় নিহত ৭ জাপানির মরদেহ। শ্রদ্ধা আর ভালোবাসা নিহতদের স্মরণ করেছেন জাপানবাসী। নিহতদের মরদেহ ময়নাতদন্তের পাশাপাশি হামলার ঘটনায় তদন্ত শুরুর পরিকল্পনা করেছে দেশটি। এছাড়া সন্ত্রাস দমনে রাশিয়াসহ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে জাপান। এদিকে ইতালিতেও নিহতদের স্মরণে চলছে প্রার্থনা। ৪ দিন পর বিশেষ বিমানে করে দেশে ফিরল ৭ জাপানির মরদেহ। টোকিও বিমানবন্দরে গুলশান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান সরকারের শীর্ষ কর্মকর্তাসহ অন্যান্যরা। পরে ঘটনায় গভীর শোক প্রকাশ করে জাপান সরকার। এদিকে জাপানের সংবাদ মাধ্যম এনএইচকে জানায়, হামলার ঘটনায় নিজস্ব তদন্ত শুরুর পরিকল্পনা করেছে জাপান পুলিশ। তদন্তে অংশ নেবে টিআরটি-২ নামে বিশেষ দল। গেল শনিবার ঢাকা সফরে আসে জাপান প্রতিনিধি দল। এরইমধ্যে মরদেহের ময়নাতদন্তের কথা জানিয়েছে জাপান সরকার। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলছেন আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয়ের কথা। মন্ত্রিসভার বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন। মস্কোতে এক বৈঠকে ঢাকা-হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জাপান ও রাশিয়ার পররাষ্ট্রদপ্তরের শীর্ষ কর্মকর্তারা। এদিকে ইতালিতে গির্জায় নিহতদের স্মরণে চলে প্রার্থনা। গুলশান হামলায় স্ত্রী ক্লদিয়া ডি অ্যান্থোনাকে হারালেও বেঁচে যান জিয়ানি বসচেটি। গুলশান হামলার পর জাপানের সঙ্গে কূটনৈতিক ও গোয়েন্দা কার্যক্রম সমন্বয় করতে যাচ্ছে ইতালি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি