ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪

বাস, ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভিড়

প্রকাশিত : ১৬:৪৬, ৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৪৭, ৫ জুলাই ২০১৬

প্রিয় জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তের যাত্রায় বাস, ট্রেন ও লঞ্চে মানুষের উপচে পড়া ভিড়। সকালে পল্টুনে লঞ্চের ধাক্কায় সদরঘাট টার্মিনালের রেলিং ভেঙে বহু মানুষ নদীতে পড়ে যায়। এতে দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালিয়েছে ডুবুরিরা। এদিকে শেষ সময়ের ঈদ আনন্দযাত্রায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে নেই কোনো ঠায়। ঝুঁকি নিয়ে অনেকেই চেপে বসেছেন ট্রেনের ছাদে। এই মায়ের ঈদের আনন্দ মূহুর্তই পরিণত হলো শোকে। লঞ্চের ধাক্কায় সদরঘাটের পন্টুনের রেলিং ভেঙ্গে অনেকের সাথে তার দুই শিশুও পড়ে যায় নদীতে। সবাই উঠে আসতে পারলেও নিখোঁজ শিশুদুটি। প্রায় ১ঘন্টা পর উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। দুটি শিশু হারিয়ে হতবিহ্বল বাবা। পুলিশ বলছে রেলিংটি পুরনো হওয়ায় মানুষের চাপ নিতে পারে নি। অতিরিক্ত যাত্রী নিয়ে সদরঘাট থেকে ছাড়ছে লঞ্চগুলো। এদিকে, কমলাপুরে দু’একটি ট্রেন দেরিতে ছাড়লে খুব একটা শিডিউল বিপর্যয় নেই। ট্রেনের ভেতর জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে অনেকেই চড়েছেন ছাঁদে। চাপ সামাল দিতেই অতিরিক্ত টিকিট দেয়া হয়েছে বলে জানালেন স্টেশন ম্যানেজার। উপচে পড়া ভিড়  ছিল গাবতলী বাসস্ট্যান্ডে। টিকিটের বাড়তি দামের সঙ্গে যথাসময়ে বাস না ছাড়ারও অভিযোগ যাত্রীদের। তবে সায়েদাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় কিছুটা কম।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি