ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬:৪৪, ৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৪৪, ৫ জুলাই ২০১৬

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সন্ত্রাস-জঙ্গিবাদ সমূলে উৎখাতে বিদেশী ক’টনীতিকদের আশ্বস্ত করেছেন । বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গুলশানে সন্ত্রাসী হামলার বিষয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।  পররাষ্ট্রমন্ত্রীর এ ব্রিফিংয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হ্ইাকমিশনার, কনস্যুলেট প্রধানসহ ৫০টির বেশী দেশের ক’টনীতিকরা অংশ নেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ ভয়াবহ বিপদ মোকাবেলায় অন্যান্য দেশের আঞ্চলিক সংস্থা ও জাতিসংঘের সঙ্গে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করেন, এ সন্ত্রাস মোকাবেলায় আন্তর্জাতিক কমিউনিটি বাংলাদেশের পাশে থাকবে। তিনি ক’টনীতিকদের মাধ্যমে নিহত বিদেশী নাগরিকদের পরিবারের প্রতি সহানুভ’তি জানান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি