রাত ১টায় ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল
প্রকাশিত : ১২:৫৫, ৬ জুলাই ২০১৬ | আপডেট: ১২:৫৫, ৬ জুলাই ২০১৬
ইউরোর প্রথম সেমিফাইনালে রাত ১টায় ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। বড় ম্যাচে দু’দলের চোখ ফাইনালে। পর্তুগিজরা তাকিয়ে আছে রেরানদোর দিকে। আর ফুটবল ইতিহাসে নিজেদের সেরা সাফল্যে গ্যারেথ বেলের ওপরই ভরসা রাখছে ওয়েলস।
স্বপ্নের শিরোপা জয়ে দরকার দুই ম্যাচে জয়। ওয়েলস বাঁধা পেরোতে প্রত্যয়ী পর্তুগাল। ইউরোর শেষ পাঁচ আসরে চারবার সেমিফাইনাল খেলেছে পর্তুগীজরা। ২০০৪ এর ফাইনালে গ্রিসের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিলো তাদের। এবার অবশ্য মন ভরানো ফুটবল খেলতে পারেনি রোনালদোরা। পোল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে ৫-৩ গোলের জয়ে সেমিতে পা রাখে পর্তুগাল। সেমির আগে একাধিক খেলোয়াড়ের ইনজুরি ভাবাচ্ছে কোচ সান্তোসকে।
আর রূপকথার মত প্রথমবারের মত ইউরোর সেমিতে ওয়েলস, তাদের ফুটবল ইতিহাসের সেরা সাফল্য। টুর্নামেন্টে এপর্যন্ত ১০ গোল করে চমক দেখিয়েছে ইউরোপের ছোট্ট এই দেশ। দারুণ ফর্মে থাকা বেলের ওপর ভর করেই পর্তুগালকে হারাতে চায় ওয়েলস।
অভিজ্ঞতায় অবশ্য এগিয়ে পর্তুগাল। দুই দলের তিন মোকাবেলায় পর্তুগালের দুই জয়ের বিপরীতে ওয়েলস জিতেছে একটি ম্যাচ।
আরও পড়ুন