ঈদকে ঘিরে বাজারে বেড়েছে নিত্য পণ্যের দাম
প্রকাশিত : ১২:৪৮, ৬ জুলাই ২০১৬ | আপডেট: ১২:৪৮, ৬ জুলাই ২০১৬
ঈদকে ঘিরে বাজারে বেড়ে গেছে চিনিসহ অনেক নিত্য পণ্যের দাম। বেড়েছে মসলা, শসা, টমেটো, লেবু কাচা মরিচের দামও। সেই সঙ্গে গরুর মাংস, খাসীর মাংস ও মুরগীর দামও বেড়েছে। মাছের বাজারে দেখা দিয়েছে সংকট।
ঈদ উপলক্ষ্যে বাজারে বাহারী সেমাই। দাম আগের মতোই। ভোজ্য তেল ও দুধের দামেও তেমন হেরফের নেই। তবে চিনির দাম চড়া। আর এতে ক্ষুব্দ বিক্রেতারা নিজেরাই।
পাশাপাশি দাম বেড়েছে গরম মসলার। অবশ্য পোলাও চাল, আর পেয়াজ, রসুনের দাম আগের মতোই।
বেড়েছে গরুর মাংসে। কেজি প্রতি ৪শ ৫০ টাকা। যা গত সপ্তাহে ছিলো ৪শ ২০ টাকা। বেড়েছে খাসির মাংস ও মুরগীর দামও।
মাছের বাজারে সংকটের পাশাপাশি দামও চড়া। এমনটাই জানালেন ক্রেতা-বিক্রেতারা ।
কাচা বাজারের সব অপরিবর্তিত থাকলেও কিছুটা বেড়েছে ধনিয়া, টমেটো, শসা, গাজর, লেবুর দাম।
আরও পড়ুন