গুলশান হামলার হোতার বাংলাদেশি,মন্তব্য ভারতের সন্ত্রাস-বিশ্লেষক অজয় শাহনী
প্রকাশিত : ১৫:৫৪, ৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৫৪, ৬ জুলাই ২০১৬
গুলশান হামলার হোতার বাংলাদেশি। আইএসর সঙ্গে তাদের কোন দ্বিপক্ষীয় যোগাযোগ নেই। এমনটাই বলছেন ভারতের সন্ত্রাস-বিশ্লেষক অজয় শাহনী। বার্তা সংস্থা এপি’কে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, এই ধরণের হামলার পর তার অনুকরণ ঠেকানোই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশকে নিরাপত্তা জোরদারের পরামর্শ দেন তিনি।
১ লা জুলাই রাজধানীর গুলশান হামলায় ৬ বন্দুকধারীসহ নিহত হয় ২৮জন। এর মধ্যে ১৭জনই বিদেশি। ঘটনার সময়ই আইএসএর নামে দায় স্বীকার করা হলেও বাংলাদেশের দাবি এই সন্ত্রাসীদের সঙ্গে আইএসএর কোন যোগাযোগ নেই। একই কথা বলছেন ভারতের এই সন্ত্রাস-বিশ্লেষক।
হামলার পর বাংলাদেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিয়ে দেখা দেয় উদ্বেগ। তবে ইউরোপ ও আমেরিকার চেয়ে বাংলাদেশে জঙ্গি-হুমকি কম জানিয়ে তিনি বলেন, এর অনুকরণ ঠেকানোই এখন চ্যালেঞ্জ।
বাংলাদেশ যত দ্রুত প্রস্তুতি নেবে তত দ্রুত সফল হবে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন