ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

এবার চাঁদ-রাতের কেনাকাটা জমেনি

প্রকাশিত : ১২:৫২, ৭ জুলাই ২০১৬ | আপডেট: ১২:৫২, ৭ জুলাই ২০১৬

দীর্ঘ ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ রাজধানী ছাড়ায়, চাঁদ-রাতের কেনাকাটা জমেনি অন্যবারের মতন। যদিও রাতভর খোলা ছিল শপিংমল আর বিপনীবিতানগুলো। এদিকে, ঈদ উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সাজে পুরো রাজধানী। ব্যস্ততা কিংবা নির্বিঘেœ কেনাকাটার তাগিদে রাজধানীর অনেকেই বেছে নেন ঈদের ঠিক আগের রাতটিকে। আর এসব ক্রেতার বিষয় মাথায় রেখে সারারাত খোলা থাকে বিপনীবিতানগুলো। তবে এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় নাড়ির টানে নীড়ে ফিরেন অনেকেই। রাজধানী হয়ে যায় অপ্রত্যাশিত ফাঁকা, জমেনি চাঁদ-রাতের কেনাকাটা। ক্রেতার সংখ্যা কম হলেও, পছন্দমতন কেনাকাটা করে সবাই এখন অপেক্ষায় খুশির ঈদ-উদযাপনের। এদিকে, ঈদ উপলক্ষে আলোকসজ্জায়, উৎসবের নগরীতে রূপ নেয় রাজধানী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি