ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

একমাস সিয়াম সাধনার পর আজ পবিত্র ঈদুল ফিতর

প্রকাশিত : ১৩:০২, ৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:০২, ৭ জুলাই ২০১৬

একমাস সিয়াম সাধনার পর আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বরাবরের মতো এবার প্রধান ঈদ জামাত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও বিশিষ্ট ব্যক্তিরা নামাজ আদায় করেন। ঈদ জামাতে অংশ নিয়ে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামণার পাশাপাশি জঙ্গি হামলার মতো কোনো ঘটনা যাতে না ঘটে, সেই দোয়াই করেছেন মুসল্লিরা। টানা বৃষ্টির পর ঈদের দিনটি শুরু ঝলমলে আবহাওয়ায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর জাতীয় ঈদগাহে বাড়ে মুসুল্লির সংখ্যা। সকাল সাড়ে আটটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহামান জামাত পড়ান। রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন নামাজে। পরে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। এবার মুসল্লিরা নিজেদের কল্যাণের আগে আল্লাহর দরবারের চেয়েছেন দেশের শান্তি ও নিরাপত্তা। ঈদগাহে নারীদের সংখ্যাও ছিলো এবার অনেক বেশী, পুরুষের পাশে তাদের দীর্ঘসারির ছবি তুলতে দেখা যায় অনেক বিদেশী সাংবাদিককে। ঈদ যাদের কাছে সবচেয়ে আনন্দের, সেই শিশুরাও এসেছেন বাবা-মায়ের হাত ধরে। অন্যবারের মত আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সতর্ক দৃষ্টি ছিলই, তার সঙ্গে যোগ হয় একাধিকবার দেহ তল্লাশি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি