ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

বরিশাল সিটি নির্বাচনে বর্ধিত এলাকা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ১৫ জুলাই ২০১৮ | আপডেট: ১০:২৫, ১৫ জুলাই ২০১৮

বরিশাল সিটি নির্বাচনে বর্ধিত এলাকার ৯২ হাজার ভোটার এবার বড় ফ্যাক্টর। স্থানীয়দের অভিযোগ- ওই এলাকার উন্নয়নে তেমন নজর দেয়া হয়নি। পৌঁছেনি নাগরিক সুযোগ-সুবিধা। তাই এবার তারা ভোট দেবেন দেখে-শুনে।

বরিশাল সিটি কর্পোরেশনের আয়তন ৫৮ বর্গ কিলোমিটার। এর মধ্যে ৩৩ বর্গ কিলোমিটারই বর্ধিত এলাকা।  ২ লাখ ৪৪ হাজার ভোটারের মধ্যে ৯২ হাজারই এই অংশে। স্থানীয়দের অভিযোগ- তাদের প্রতি তেমন নজর দেয়নি সিটি করর্পোরেশন।

সব ধরনের ট্যাক্স ও খাজনা দেয়া সত্ত্বেও, পর্যাপ্ত নাগরিক সুবিধা নেই বলেও মনে করেন তারা।

প্রথম মেয়র মজিবর রহমান সরোয়ারের দাবি- তাঁর সময় বর্ধিত এলাকায় অনেক উন্নয়ন হয়েছে।

নির্বাচিত হলে নগরের অবহেলিত অংশে কাজ করার আশ্বাস দিলেন আওয়ামী লীগের প্রার্থী।

বরিশাল সিটিতে ওয়ার্ডের সংখ্যা ৩০। এর মধ্যে বর্ধিত ১০ ওয়ার্ড উন্নয়ন বঞ্চিত বলে দাবি ভোটারদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি