আবারও ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষামূলক বিস্ফোরণ চালিয়েছে উত্তর কোরিয়া
প্রকাশিত : ০৮:৫৩, ১৯ জুলাই ২০১৬ | আপডেট: ০৮:৫৩, ১৯ জুলাই ২০১৬
যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়ার হুমকি উপেক্ষা করে আবারও ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষামূলক বিস্ফোরণ চালিয়েছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সেনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, স্থানীয় সময় সকাল পৌনে ৬টার দিকে পশ্চিমের শহর হুয়াংজু থেকে জাপান সাগর লক্ষ্য করে এ মিসাইল ছোঁড়া হয়। মিসাইলটির রেঞ্জ প্রায় ৬শ’ কিলোমিটার পর্যন্ত ছিল, যা দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানে আঘাত করতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার বার বার দূরপাল্লার মিসাইল ছোঁড়ার প্রেক্ষিতে গেল ৭ই জুলাই ওয়াশিংটন ও সিউল যৌথভাবে মিসাইল বিধ্বংসী প্রযুক্তি- ‘থাড’ মোতায়েনের সিদ্ধান্ত নেয়। তবে এরপরও থেমে থাকেনি উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা।
আরও পড়ুন