ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

খাগড়াছড়িতে মহাসড়কের উপর সাপ্তাহিক হাট বসায় রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ

প্রকাশিত : ০৯:১১, ১৯ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:১১, ১৯ জুলাই ২০১৬

খাগড়াছড়ির মাটিরাঙায় মহাসড়কের উপর সাপ্তাহিক হাট বসার কারণে রাস্তায় চলাচলে চরম দুর্ভোগের মুখে পড়ছেন স্থানীয়রা। হাটের সময় রাস্তায় যান চলাচল একরকম বন্ধ হয়ে যায়। দুই পাশে সৃষ্টি হয় যানজট। এ অবস্থার অবসান ও হাটবাজার স্থানান্তরের স্থায়ী সমাধান চান এলাকাবাসী ও ব্যবসায়ীরা। খাগড়াছড়ির মাটিরাঙায় প্রতি শনিবার হাট বসে রাস্তার উপরে। তবলছড়ি, তাইন্দং, বেলছড়ি, বাইল্যাছড়ি, তানাক্কা পাড়াসহ বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা উৎপাদিত পন্য বেচাকেনা করতে আসেন এখানে। কিন্তু মহাসড়কের দুইপাশে পণ্য বেচাবিক্রি, রাস্তার মাঝখানে গাড়ি রেখে পণ্য ওঠানো ও নামানোর কারণে সৃষ্টি হয় জটলা। এতে করে চলাচলে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী, অফিসগামী লোকজনসহ সব শ্রেণীর মানুষকেই। এছারা মাটিরাঙা সড়কটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচলের জন্য একমাত্র সড়ক হওয়ায় বড় সমস্যায় পড়তে হয় দূরপাল্লার যাত্রীদেরও। মহাসড়কের উপর হাট বাজারটি অন্যস্থানে সরিয়ে নিতে এরিমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন পৌর কর্তৃপক্ষ। তবে সময় ক্ষেপন না করে, জনদূর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভূক্তভোগীদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি