ডোনাল্ড ট্রাম্পই মনোনীত
প্রকাশিত : ১১:২৩, ২০ জুলাই ২০১৬ | আপডেট: ১১:২৩, ২০ জুলাই ২০১৬
সব বিতর্ক উপেক্ষা করে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দল থেকে ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পই মনোনীত হলেন।
ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করা হয়। এরআগে দেয়া বক্তব্যে দলের শীর্ষ নেতারা ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের তীব্র সমালোচনা করেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রবাসীকে ঐক্যবদ্ধ করে কাজ করার তাগিদ দেন তারা। যদিও এরআগে সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার দেয়া ভাষণ নিয়ে তুমুল বির্তক দেখা দেয়। অভিযোগ উঠে, ২০০৮ সালে ডেমোক্র্যাটিক দলের সম্মেলনে ফার্স্ট লেডি মিশেল ওবামার বক্তব্যের একটি অংশ কপি করেছেন মেলানিয়া।
আরও পড়ুন