ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

‘আমার মাটি আছে, মানুষ আছে এই দিয়ে দেশ গড়বো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ২৪ জুলাই ২০১৮

জাতির জনকের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ কিভাবে সামনে এগিয়ে নেবেন। জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে এই দিয়ে দেশ গড়বো। তিনি সেটি পেরেছিলেন। একাত্তরে স্বাধীন হওয়ার পর মাত্র অল্প সময়ে দেশকে স্বল্পোন্নত দেশে রূপান্তর করেছিলেন।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সেই কথায় গুরুত্ব দিয়ে কৃষি খাতের উন্নয়নে আমাদের জোর দিতে হবে। কৃষিতে জোর দিয়ে দেশে খাদ্য ঘাটতি থাকবে না।

শেখ হাসিনা বলেন, দেশ আজ সবদিক থেকে সমৃদ্ধির দোরগোঁড়ায়। ২০০৯সালে যখন ক্ষমতায় আসি তখন দেখি ৩০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি। সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। সেটি সম্ভব হয়েছে সরকারের ধারাবাহিকতা থাকায়।

/ এআর /   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি