ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

জার্মান ভিসা

সবচেয়ে বেশি নামঞ্জুর বাংলাদেশিদের আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২৫ জুলাই ২০১৮

সম্প্রতি জার্মানিতে বিদেশিদের আগমন বেড়েছে৷ কিন্তু সবাই কি আবেদন করলেই ভিসা পায়? চলুন একনজরে দেখে নেই এশিয়ার কোন দেশগুলোর মানুষদের জার্মান ভিসা না পাওয়ার হার বেশি৷

বাংলাদেশ

ডয়চে ভেলের একদল সাংবাদিক ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে জার্মান দূতাবাসগুলোতে ভিসা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখেছেন যে, এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের আবেদনকারীদের প্রত্যাখ্যাত হওয়ার হার সবচেয়ে বেশি৷ এই চার বছরে ৪ হাজার ৩৭ জনের ভিসা আবেদন বিবেচনা করা হয়েছে৷ তবে শেষ পর্যন্ত ২৭ শতাংশের আবেদন নামঞ্জুর হয়েছে৷ অবশ্য এক্ষেত্রে শুধু দীর্ঘমেয়াদী ভিসার আবেদন বিবেচিত হয়েছে৷

নেপাল

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নেপালে জার্মান ভিসার ২৩ শতাংশ আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে৷

ভিয়েতনাম

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভিয়েতনামের জার্মান দূতাবাসে আবেদন পড়ে ১৬ হাজার ৪৭৪টি, যার মধ্যে ১৮ শতাংশ আবেদন নাকচ হয়ে গেছে৷

পাকিস্তান

পাকিস্তানে দীর্ঘমেয়াদী জার্মান ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার ১৭ শতাংশ৷ ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভিসা আবেদন পড়েছিল ১৫ হাজার ৩১৮টি৷

ইরান

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইরানের জার্মান দূতাবাসে দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন পড়েছিল ১৮ হাজারেরও বেশি৷ এর মধ্যে ১৬ শতাংশ আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে৷

আফগানিস্তান

একই সময়ে আফগানিস্তানে আবেদন পড়েছে ৮ হাজার ৭৪৬ টি৷ এর মধ্যে ১০ শতাংশ আবেদন নামঞ্জুর হয়েছে৷

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় জার্মান ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার ৭ শতাংশ৷ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত জার্মান দূতাবাসে আবেদন পড়েছিল ১৩ হাজার ১৯৯টি৷

ভারত

একই সময়কালে ভারতে আবেদন পড়েছে ৯৪ হাজার ৪৬০টি৷ এর মধ্যে মাত্র ৬ শতাংশ আবেদন নামঞ্জুর হয়েছে৷ ভারতের রাজধানী দিল্লি ছাড়াও মুম্বাই, চেন্নাই, কলকাতা আর বেঙ্গালুরুতে জার্মান দূতাবাস রয়েছে৷

চীন

বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনে দীর্ঘমেয়াদি জার্মান ভিসার জন্য ওই চার বছরে আবেদন পড়েছিল ৯৫ হাজার ৬৯০টি৷ এর মধ্যে নাকচ হয়েছে মাত্র ৫ শতাংশ আবেদন৷

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে এই চার বছরে জার্মান ভিসা আবেদন পড়েছিল ৪ হাজার ৩০৬টি৷ এর মধ্যে নাকচ হয়েছে মাত্র তিন শতাংশ৷

কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় দীর্ঘমেয়াদী জার্মান ভিসার আবেদন পড়েছিল ১০ হাজার ৫০১টি৷ এর মধ্যে আবেদন নামঞ্জুর হয়েছে মাত্র দশমিক ৫ শতাংশ৷

জাপান

জাপানে খুব বেশি মানুষ দীর্ঘমেয়াদি জার্মান ভিসার জন্য আবেদন করেন না৷ আর যারা করেন, তাদের প্রায় সবাই ভিসা পেয়ে যান৷ ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভিসা আবেদন পড়েছিল ৩ হাজার ৮৩১টি৷ এর মধ্যে নামঞ্জুর হয়েছে মাত্র দশমিক ৪ শতাংশ৷

সূত্র: ডয়চে ভেলে

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি