ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

মাদকের সঙ্গে জড়িতদের কোনও ছাড় নেই: শিল্পমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ২৫ জুলাই ২০১৮ | আপডেট: ১৭:৫৪, ২৫ জুলাই ২০১৮

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাশালী হোক না কেন, তাদের কোনও ছাড় নেই। মাদক নির্মূলে যা যা করা প্রয়োজন তাই করতে হবে বলে জানালেন তিনি।

বুধবার সচিবালয়ের মন্ত্রিসভার সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স অবস্থান অব্যাহত আছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তাই এটি যেন অব্যাহত থাকে সেজন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

শিল্পমন্ত্রী আরও বলেন, সার ব্যবস্থাপনা ও সারের গুদাম অপ্রতুল। অনেক জায়াগায় এগুলো সংস্কারের প্রয়োজন। এজন্য এ বিষয়ে জেলা প্রশাসকদের গুরুত্ব দিতে বলা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি