ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

ফল যাই হোক, মেনে নেবো : সাদিক আবদুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ৩০ জুলাই ২০১৮ | আপডেট: ১২:৩১, ৩০ জুলাই ২০১৮

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, ভোট সুষ্ঠু হচ্ছে। কোথাও কোনো গোলযোগ নেই। নির্বাচনের ফল যাই হোক মেনে নেবো।

আজ সোমবার সকালে সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর এ কথা জানান তিনি।

সাদিক আবদুল্লাহ বলেন, জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। বিএনপির অভিযোগ ভিত্তিহীন। জাতীয় পার্টি এরইমধ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। জনগণ আওয়ামী লীগের উন্নয়ন দেখে আমাকেই ভোট দেবে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

বরিশাল সিটি কর্পোরেশনে ৭ মেয়রপ্রার্থী। এদের মধ্যে বশিরুল হক ঝুনু নামে এক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন। বাকি ছয় মেয়রপ্রার্থী মাঠে রয়েছেন। বরিশাল সিটিতে সাধারণ ৩০টি ওয়ার্ডের মধ্যে ৩টিতে ও একটি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাকি ২৭টি সাধারণ ওয়ার্ডে ৯১ জন ও ৯টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সিটিতে ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৬৬, যার মধ্যে পুরুষ এক লাখ ২১ হাজার ৪৩৬ ও নারী ভোটার এক লাখ ২০ হাজার ৭৩০ জন।

/ এআর /

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি