ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

রেল লাইনে শিক্ষার্থীদের অবস্থান

সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ৩০ জুলাই ২০১৮

রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীরা এবার রেল লাইনে অবস্থান নিয়েছেন। বিমানবন্দর সড়ক সংলগ্ন শেওড়া রেল লাইনের ওপর বসে পড়েছেন শিক্ষার্থীরা বলে জানা গেছে। ফলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা থেকে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ক্যান্টনমেন্ট রেল স্টেশন ম্যানেজার মোজাম্মেল হোসেন শিক্ষার্থীদের রেল লাইনে বসে পরার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে শেওড়া এলাকায় রেল লাইনের ওপর অবস্থান নিয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আপাতত রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী।

ওই ঘটনায় আজ (সোমবার) গুলশান কমার্স কলেজের শিক্ষার্থীরা ছাড়াও রাজধানীর সাইন্সল্যাবে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং বিমানবন্দর সড়কের এমইএস বাস স্ট্যান্ডে সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার ওই ঘটনায় জাবালে নূরের তিন গাড়ির দুই চালক ও দুই হেলপারকে আটক করেছে র‌্যাব-১।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি