ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

নির্বাচনে সহিংস প্রহসনের অভিযোগ আনলো বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ৩০ জুলাই ২০১৮

তিন সিটির নির্বাচনকে সহিংস প্রহসনের নির্বাচন বলে অভিযোগ তুলেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, স্বনির্ভর সম্পাদক শিরিন সুলতানা, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে নাটকীয় ভোট সন্ত্রাসের পরিস্থিতি দেশবাসী প্রত্যক্ষ করলো। রাজ বেতনভোগী কর্মচারী নির্বাচন কমিশন জানিয়ে দিলো তারা সুষ্ঠু নির্বাচনের জন্য নয়, তারা অবৈধ সরকারের প্রতিনিধি। সুতরাং অবৈধ সরকারের হুকুম তামিল করা ছাড়া তারা অন্য কোনও কাজের জন্য নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করতে আসেনি।

সরকারের ইচ্ছায় নির্বাচন কমিশন আজ সোমবার তিন সিটি করপোরেশন নির্বাচনে শ্বাসরুদ্ধ দুর্বৃত্তপনার নির্বাচনি প্রহসনের সহযোগী হলো বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, নির্বাচন কমিশন আইনে স্বাধীন নয়, তারা রাজভৃত্য।

বিএনপির এই নেতা আরও বলেন, “আজ একজন আওয়ামী নেতা বলেছেন, ‘উৎসবের আমেজে নির্বাচন হচ্ছে।’ তিনি ঠিকই বলেছেন। দস্যুদল লুট করার পর উল্লাসে মেতে ওঠে। আওয়ামী লীগ লুটের মালের মতো একচেটিয়া জালভোট ও ভোট সন্ত্রাসের কৃতিত্বে আত্মপ্রসাদ লাভ করেছে। আর সেজন্যই তারা উৎসবে মেতে উঠেছে। আর আওয়ামী সন্ত্রাসীদের দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে পুলিশ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি