ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ব্যয় কমাতে বিদেশি বন্দিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত সৌদি সরকারের

প্রকাশিত : ১৮:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ব্যয় কমাতে এবার বিদেশি বন্দিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। দেশটির শূরা কাউন্সিলের সভা শেষে এ কথা জানান যুবরাজ খালেদ আল-সাউদ। এ ব্যাপারে বোর্ড অব ইনভেস্টিগেশন অ্যান্ড পাবলিক প্রসিকিউশন-বিআইপিপিকে শিগগিরিই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চুক্তি করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আইন ও বিচার ব্যবস্থার মাধ্যমে এ চুক্তি সম্পন্ন হবে বলেও উল্লেখ করেন যুবরাজ। বর্তমানে সৌদি আরবে ৩১ হাজার বিদেশি বন্দি রয়েছে। প্রতি কয়েদির জন্য মাসে ৪ হাজার রিয়াল খরচ হয়, বছরে যার পরিমান ১শ’ কোটি রিয়াল। বন্দিদের ফেরত পাঠানো হলে এই বিপুল পরিমান অর্থ বাঁচবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি