ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহবান রাষ্ট্রপতির 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ১ আগস্ট ২০১৮

প্রযুক্তির অপব্যবহার রোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  

ডিআরইউ সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যরা বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহবান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, সাক্ষাতকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের গণমাধ্যম ক্রমশ বিকশিত হচ্ছে। তাই সাংবাদিকদের দায়িত্বশীলতাও বাড়াতে হবে।   

তিনি বলেন, প্রযুক্তি এখন আমাদের নিত্য সঙ্গী। গণমাধ্যমের কাজে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এর অপব্যবহার রোধে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।

ডিআরইউ নেতৃবৃন্দ রাজধানীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিবেদকদের সংগঠনটির সার্বিক কার্যক্রম এবং সাংবাদিকদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদেক্ষপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধি দল এসময় ডিআরইউ-এর বিভিন্ন কর্মকান্ডে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি সাংবাদিকদের কল্যাণে ডিআরইউ-এর বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আরও বেশি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।   

ডিআরইউ সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, সহ-সভাপতি গেলমান শফি, কোষাধ্যক্ষ মানিক মুনতাসির, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।   

এর আগে নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হকের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, তারা নারী সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও কর্মক্ষেত্রে বৈষম্যর কথা তুলে ধরেন এবং তা দূরীকরণে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।  

রাষ্ট্রপতি বলেন, নারীর ক্ষমতায়নে সাংবাদিক বিশেষ করে নারী সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। তিনি নারীর ক্ষমতায়ন আরও সুদৃঢ় করতে তরুণ প্রজন্ম যাতে সাংবাদিকতা পেশায় এগিয়ে আসে সে লক্ষ্যে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহবান জানান।

রাষ্ট্রপতি বলেন, দেশে গণমাধ্যমের প্রসারের সাথে সাথে নারী সাংবাদিকদের সংখ্যাও যাতে বৃদ্ধি পায় সে ব্যাপারে নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে।

এসময় নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমাসহ অন্যান্য নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। বাসস  

এমএইচ/এসি     

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি