ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

গুলশান হামলার মূল সমন্বয়কারীসহ ৫ জেএমবি’র পাঁচ সদস্য ভারতে প্রবেশ করেছে বলে সন্দেহ

প্রকাশিত : ২১:৪৬, ৩০ জুলাই ২০১৬ | আপডেট: ২০:০৫, ১ আগস্ট ২০১৬

গুলশান হামলার মূল সমন্বয়কারী তামিম আহমেদ চৌধুরীসহ জেএমবি’র পাঁচ সদস্য ভারতে প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এরইমধ্যে ওই ৫ জনের ছবিসহ নাম-পরিচয়ের তালিকা ভারত সরকারের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ। টাইমস অফ ইন্ডিয়া এ’খবর জানিয়েছে। তামিম আহমেদ চৌধুরী, জুনুন শিকদার, নাজিবুল্লাহ আনসারি, এটিএম তাজউদ্দিন ও মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি- এদের সবার বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। র‍্যাবের প্রকাশিত নিখোঁজের তালিকায়ও রয়েছে তাদের নাম। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, ধারণা করা হচ্ছে, সম্প্রতি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে তারা। এরমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তামিম চৌধুরীকে গুলশান হামলার মূল সমন্বয়কারী মনে করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে মামলাও রয়েছে। আরেক সন্দেহভাজন জুনুন শিকদার। ধারণা করা হচ্ছে, জঙ্গি সংগঠনের জন্য সদস্য সংগ্রহের কাজ করেন তিনি। আর চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা নাজিবুল্লাহ আনসারি। এক বছর ধরে নিখোঁজ তিনি। এছাড়া, এটিএম তাজউদ্দিন এবং জাপানের এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকিও র‌্যাবের তালিকা অনুযায়ি নিখোঁজ রয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, এ’নিয়ে নয়াদিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ’সময় বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় ভারতে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি সদস্য নুরুল হক মণ্ডল ওরফে নাইমকে ফেরত দেয়ার অনুরোধ করেন তিনি। গুলশান হামলার পর থেকেই পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়সহ বিভিন্ন রাজ্যের সীমান্তে সতর্কতা জারি করে ভারত সরকার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি