ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বিচারপতিরা অবসর গ্রহণের পর সরকারী সুযোগ সুবিধা ছেড়ে দেয়া উচিত- প্রধান বিচারপতি

প্রকাশিত : ২২:০৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:২৫, ১০ ফেব্রুয়ারি ২০১৬

বিচারপতিরা অবসর গ্রহণের পর সরকারী সুযোগ সুবিধা ছেড়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম অবসরে যাওয়ার পর সরকারি সুযোগ সুবিধা নিয়েও মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর আপিলে আইনজীবী হিসেবে লড়ার বিষয়টি অ্যাটর্নি জেনারেল আদালতের নজরে আনলে ওই মন্তব্য করেন প্রধান বিচারপতি। তবে আইনী কোনো বাধা নেই বলে দাবি করেছেন বিচারপতি নজরুল ইসলাম। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী, জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিল শুনানীতে আইনজীবী হিসেবে লড়ছেন হাইকোর্ট বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম। গেল ১২ই ডিসেম্বর অবসরে যান তিনি, ১ বছর পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন। তবে জাজেজ কমপ্লেক্সে থেকে বা সরকারি গাড়ি ব্যাবহার করে মামলার আইনী লড়াই করতে পারেন না। মীর কাশেমের আপিল শুনানিতে বুধবার ৫ সদস্যের বেঞ্চে এ বিষয়ে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল। তবে তা আইন পরিপন্থী নয় বলে দাবি করেছেন, নজরুল ইসলাম। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বর্তমান ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের আদালতের বিধি বিধান মেনে চলার পরামর্শ দিয়েছেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল। মীর কাশেম আলীর পক্ষে বড় মাপের আইনজীবীদের দাড়নো টাকার খেলা বলেও মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। পরে মীর কাশেমের আপিল শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি