ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

স্পেনের ফুটবল তারকা কার্লোস মারসেনার জন্মদিন আজ

প্রকাশিত : ১৫:৩৫, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৩৫, ৩১ জুলাই ২০১৬

কার্লোস মারসেনা স্পেনের সাবেক ফুটবল তারকা। খেলতে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। ১৯৭৯ সালে আজকের এই দিনে স্পেনের লাস ক্যাবেসাস শহরে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম কার্লোস মারসেনা লোপেজ। তবে, সবার কাছে মারসেনা নামেই বেশি পরিচিত এই স্প্যানিশ ফুটবলার। মাত্র ১৮ বছর বয়সেই নিজ শহরের ক্লাব সেভিয়ার হয়েই খেলা শুরু করেন তিনি। যুব ক্যারিয়ারে এই ক্লাবে খেলেন ১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত। ১৯৯৭ সালে নতুন করে সেভিয়ার হয়ে মাঠে নামেন বয়সভিত্তিক দলেও। সেভিয়ার জার্সিতে খেলেন ২০০০ সাল পর্যন্ত। এরপর এক মৌসুমের জন্য যোগ দেন বেনফিকায়। আর ২০০১ সালে চুক্তিবদ্ধ হন ভ্যালেন্সিয়া ক্লাবে। এই ক্লাবে ৯ মৌসুমে খেলেন ২৩০টি ম্যাচ। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০১০ সালে নতুন করে খেলেন ভিয়ারিয়ালের হয়ে। আর ২০১৫ সালে খেলেন কেরালা ব্লাস্টার সঙ্গে। মারসেনার খেলা শুরু ক্লাব পর্যায়েই সীমাবদ্ধ ছিল না। খেলেন জাতীয় পর্যায়েও। খেলেন স্পেন অনুর্ধ্ব-২০, ২১ ও ২৩ দলে। ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত খেলেন স্পেনের জাতীয় দলে। মারসেনা খেলা থেকে অবসর নিলেও ফুটবলের সঙ্গে কাজ করে যেতে চান এই কুশলী স্প্যানিশ ফুটবলার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি