ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

ছিটমহল বিনিময়ের বর্ষপূর্তি আজ

প্রকাশিত : ১২:৪২, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৪২, ১ আগস্ট ২০১৬

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের বর্ষপূর্তি আজ। গেলো বছরের ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে ৬৮ বছরের বন্দি জীবনের অবসান ঘটে ছিটমহল বাসীর। এক বছর পর উৎসব আয়োজনে দিনটিকে স্মরণ করছেন বিলুপ্ত ছিটের অধিবাসীরা। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ২০১৫ সালে ছিটমহল বিনিময়ে সম্মত হয় হাসিনা-মোদি সরকার। স্বাধীনতার স্বাদ পায় দু’দেশের ১৬২ টি ছিটমহলের প্রায় ৫৮ হাজার মানুষ। মুক্তি মেলে মৌলিক অধিকারহীন বঞ্চনাময় জীবনের। বাংলাদেশের ভু-খন্ডের সাথে ১১১টি ও ভারতের ভু-খন্ডের সাথে যুক্ত হয় ৫১টি ছিটমহল। গেলো এক বছরে জীবনমান উন্নয়নসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকারের নেয়া নানা উদ্যোগে খুশি স্বাধীন ভুখন্ডের নাগরিকত্ব পাওয়া বিলুপ্ত ছিটমহলের মানুষগুলো। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর মুক্তি পাওয়ার দিনটিকে তাই নানা আয়োজনে স্মরণ করছে দাসিয়ার ছড়ার মানুষ। ৬৮ বছরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সব ধরণের সুযোগ সুবিধার আওতায় আনার কথা জানালেন জেলা প্রশাসনের এ কর্মকর্তা। লালমনিরহাটে রোববার রাত ১২টা ১মিনিটে জেলার ভিতরকুঠি ছিটমহলের শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে দিবসটি পালন করা হয়। বিলুপ্ত ছিটমহল গুলোতে উন্নয়নের ধারা অব্যাহত রেখে দীর্ঘ বঞ্চনাময় জীবনকে আরো সহজ ও সুন্দর করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা করেন সাবেক ছিটবাসীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি