ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

রাজউককে বাড়ি ফেরত দিতে ব্যারিস্টার মওদুদ আহমদকে আদালতের নির্দেশ

প্রকাশিত : ১৩:১৭, ২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:১৭, ২ আগস্ট ২০১৬

রাজধানীর গুলশানে সাড়ে তিন বিঘার ওপর নির্মিত বাড়িটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউককে ফেরত দিতে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদকে নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে তাঁর মালিকানায় বাড়িটি আর থাকছে না। রাজউক ও রাষ্ট্রপক্ষের আপিল প্রহণ করে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়। একই সাথে মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা এ সংক্রান্ত ফৌজদারি মামলা বাতিল করেছে আদালত। ১৯৮৫ সালে উপরাষ্ট্রপতি থাকার সময় ভাইয়ের নামে রাজউককের কাছ থেকে বাড়িটি নিয়েছিলেন মওদুদ। তিন দশক ধরে এ বাড়িতে বসবাস করে আসছেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি