ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

গুলশানে হামলার পর রাজধানীতে ব্যাচেলরদের বাড়ি ভাড়া নিয়ে সংকট

প্রকাশিত : ১৭:৩৪, ২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:১৭, ৩ আগস্ট ২০১৬

রাজধানীতে সাম্প্রতিক জঙ্গী তৎপরতার ঘটনার পর ব্যাচেলরদের বাড়ি ভাড়া নিয়ে সৃষ্টি হয়েছে নানামুখী সংকট। কোথাও কোথাও বাড়িওয়ালারা ইতিমধ্যে ব্যাচেলরদের বাড়ি ছাড়তে মৌখিক নির্দেশনাও দিয়েছেন। তবে পুলিশ বলছে, ব্যাচেলরদের বাড়ি ভাড়া না দেয়ার কোন নির্দেশনা নেই। শুধু ব্যক্তিগত তথ্য যাচাই-বাছাই করতে বলা হয়েছে। সম্প্রতি রাজধানীর কল্যাণপুরের একটি বাড়িতে জঙ্গী সংশ্লিষ্ট অভিযানের পর এলাকার অধিকাংশ বাড়িতে ব্যাচেলরদের বাড়ি ছাড়ার নির্দেশনা দিয়েছে বাড়িওয়ালারা। বিষয়টি কতখানি যৌক্তিক এ নিয়ে বিতর্ক থেকেই যায়। যেখানে ১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৪ ধারা অনুযায়ি চুক্তিপত্রের মাধ্যমে বাড়ি ভাড়া প্রদানের নির্দেশনা আছে, সেখানে বিনা নোটিশে তাৎক্ষণিকভাবে বাড়ি ছাড়ার হুশিয়ারিতে সংকটে ব্যাচেলররা। ভাড়াটিয়া পরিষদের তথ্য অনুযায়ি, রাজধানীতে প্রায় ৩৫ লাখ ব্যাচেলর বাস করে। সাম্প্রতিক ঘটনার প্রভাবে ব্যাচেলরদের বাড়ি ভাড়া পেতে সম্মুখীন হতে হচ্ছে নানা প্রতিবন্ধকতার। সমস্যা সমাধানের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভাড়াটিয়া পরিষদ। পুলিশ বলছে, ভাড়া দেওয়া না দেওয়া নিয়ে আলাদা কোন নির্দেশনা নেই ডিএমপি কর্তৃপক্ষের। হয়রানী না করে ভাড়াটিয়াদের দেয়া তথ্য যাচাই-বাছাই করার আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি