ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বিদেশি পর্যটকদের কাছে আকর্ষনীয় করতে কক্সবাজারে সরকারের দুটি মেগা প্রকল্প চূড়ান্ত

প্রকাশিত : ১২:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬

কক্সবাজারকে বিদেশি পর্যটকদের কাছে আকর্ষনীয় করতে মহা-পরিকল্পনা রয়েছে সরকারের। পর্যটন মন্ত্রণালয় বলছে, এরই মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্বে ‘অ্যামিউজমেন্ট ভিলেজ’ ও ‘টুরিস্ট সেন্টার’ নামে সরকারের দুটি মেগা প্রকল্প চূড়ান্ত হয়েছে। আর, টেকনাফের ‘সাবরাং’ এ বিদেশি পর্যটকদের জন্য হতে যাচ্ছে ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে সমস্যা কাটিয়ে বিদেশি পর্যটক আকর্ষণ সহজ হবে। বিগত সব সরকারই কক্সবাজারকে ঘিরে পর্যটন শিল্প বিকাশের পরিকল্পনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন খুব একটা হয়নি। পর্যটন নগরীতে বেসরকারি বিনিয়োগও তেমন আসেনি। ২০১১ সালে মহাজোট সরকার কক্সবাজারকে একটি আদর্শ পর্যটন নগরী হিসেকে গড়ে মহা পরিকল্পনা হাতে নেয়। এ বছর তা সংশোধিত হতে যাচ্ছে। সংসদে পাশের অপেক্ষায়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন। এরইমধ্যে কক্সবাজার- টেকনাফ সাগর পথে যোগাযোগে মেরিন ড্রাইভ স্থাপন ও কক্সবাজার আর্ন্তজাতিক বিমানবন্দরের কাজও এগিয়ে যাচ্ছে সমানগতিতে। চট্টগ্রাম থেকে রামু হয়ে টেকনাফের ধুমধুম রেলপথ নির্মাণেরও সিদ্ধান্ত হয়েছে। সরকারি বেসরকারি অংশীদারিত্বেও প্রকল্পগুলো বাস্তবায়নে এ খাতের বিনোয়োগকারীদের সঙ্গে সরকারে আলোচনা করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। কক্সবাজারকে বিশ্বের কাছে তুলে ধরতে ব্র্যান্ডিংয়ের পরামর্শ দিয়েছেন তারা। ইকো ট্যুরিজম নিয়ে সরকারকে এখনই ভাবার পরামর্শ দিয়েছেন পর্যটন বিশেষজ্ঞরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি