ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ায় জিকা ভাইরাসে আক্রান্ত আরো ১ গর্ভবতী নারী

প্রকাশিত : ১৫:০৫, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:০৫, ১২ ফেব্রুয়ারি ২০১৬

zikaঅস্ট্রেলিয়ায় নতুন করে জিকা ভাইরাসে আক্রান্ত আরো এক গর্ভবতী নারী শনাক্ত হয়েছে। এদিকে জিকা ভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই করেছে ব্রাজিল সরকার। সম্প্রতি বিদেশ ভ্রমণ শেষে ওই নারী অস্ট্রেলিয়ায় ফেরেন। এরআগে কুইনসল্যান্ড স্টেটে জিকা ভাইরাসে আক্রান্ত এক গর্ভবতী নারী শনাক্ত হয়। তবে অস্ট্রেলিয়ায় এ ভাইরাসটি সংক্রামনের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে আগামী এক বছরের মধ্যে জিকা ভাইরাসের পরীক্ষামূলক প্রতিষেধক তৈরির জন্যই নতুন উদ্যোগ নিয়েছে ব্রাজিল। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের টেক্সাসের চিকিৎসা বিজ্ঞানীদের সঙ্গে চুক্তি সই করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এক লাখ ৯০ হাজার মার্কিন ডলার ব্যয় হবে এই গবেষণায়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি