ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধু গ্রাফিক নোভেলের ২য় সংস্করণের উদ্বোধন করলেন ববি

প্রকাশিত : ১৬:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে ”বঙ্গবন্ধু গ্রাফিক নোভেল” বইয়ের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করলেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। ফাল্গুনের প্রথম দিনে একুশে বইমেলায় বর্ণাঢ্য আয়োজনে শিশু কিশোরদের হাতে বইটি তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র। বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর আর রাজনৈতিক জীবন কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে ‘ বঙ্গবন্ধু গ্রাফিক নোভেলে’। বঙ্গবন্ধু সম্পর্কে শিশু কিশোরদের ধারণা দিতেই গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন-সিআরআই এর উদ্যেগে বইটি প্রকাশ করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। অমর একুশে গ্রন্থমেলায় সিআরআই-এর স্টলে শিশুদের হাতে বইটি তুলে দেন তিনি। জাতির জনকের দৌহিত্র জানালেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন জানার মধ্য দিয়ে তরুন প্রজন্ম দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ হবে। বইটি হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরাও দারুন খুশি। বইটি পড়ে ভবিষ্যত প্রজন্ম জাতির জনকের আদর্শে বাংলাদেশকে উন্নত ও সুখি-সমৃদ্ধ দেশে পরিণত করবে বলে আশা করছেন পাঠক-অভিভাবকরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি