ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ছাড়পত্র পেয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কৃষ্ণপক্ষ

প্রকাশিত : ২০:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ছাড়পত্র পেয়েছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কৃষ্ণপক্ষ। ভাইবোনের মমতা, স্বপ্নদেখা এবং স্বপ্ন ভঙ্গের জীবনগাঁথা নিয়ে নির্মিত কৃষ্ণপক্ষ। রাজধানীর বলাকা সিনেমা হলে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রদর্শনী হয়। আসছে ২৬ ফেব্রুয়ারী থেকে সারাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। প্রয়াত হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে আরো চলচ্চিত্র নির্মাণ করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।  প্রদর্শনীর আগে নির্মাণকৌশল ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন পরিচালক মেহের আফরোজ শাওন। তিনি আশা করেন, হূমায়ূন আহমেদ তাঁর সৃষ্টিকর্মেই জীবন্ত হয়ে উঠবেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি