ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রযুক্তিসমৃদ্ধ ও আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:২২, ২ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৭, ২ মার্চ ২০১৬

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রযুক্তিসমৃদ্ধ ও আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২৫ উপজেলায় রিসোর্স সেন্টারের উদ্বোধনের সময় তিনি এ ঘোষণা দিয়ে বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকরা এসব সেন্টার থেকে প্রশিক্ষণ নেবেন। এছাড়া, সব বিদ্যালয়কে প্রযুক্তিসমৃদ্ধ করতে প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন প্রকল্পের আওতায় স্থাপিত ১২৫টি রিসোর্স সেন্টার একযোগে উদ্বোধনের আয়োজনটি ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষনের এসব সেন্টারের শুভ সূচনা করেন। এ সময় দেশে তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারে সরকারের সাফল্য তুলে ধরেন। প্রত্যন্ত অঞ্চলে তথ্যপ্রযুক্তির চর্চা ও সুবিধা পৌছে দিতে শুধু সরকারের ওপর নির্ভর না করে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও ছিলো প্রধানমন্ত্রীর বক্তব্যে। এ সময়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের কাছ থেকে তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে শেখার কথা বলতে গিয়ে তাঁর উচ্ছসিত প্রশংসাও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি