ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

‘ভোটকেন্দ্রে মোবাইল ফোন বন্ধ রাখতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ২৮ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহারেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ভোটাররা ভোট দেওয়ার সময় ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন করতে পারবেন। তবে কেন্দ্রে প্রবেশের সময় সেটি বন্ধ করে যেতে হবে। ভোট দিয়ে বের হয়ে পরে তা চালু করতে পারবেন।

শুক্রবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

হেলালুদ্দীন আহমদ বলেন, ভোটের দিন ইসির অনুমোদন ছাড়া কোনো যান্ত্রিক যানবাহন চলবে না। তবে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী, সরকারি গাড়ি, সেবা সংস্থা যেমন- ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র পরিবাহী গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি