ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

এটিএম জালিয়াতির রেশ কাটতে না কাটতেই হ্যাকারের কবলে পড়েছে ১শ’ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রকাশিত : ১২:৫৯, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৪১, ৩ মার্চ ২০১৬

এটিএম জালিয়াতির রেশ কাটতে না কাটতেই এবার হ্যাকারের কবলে পড়েছে ১ শ’ ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাদের ফেইসবুক ও ই-মেইল হ্যাক করে কৌশলে টাকা আদায় করেছে হ্যাকার মেহেদি। রাজধানীর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের এই ছাত্রকে গ্রেপ্তারের পর ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। তাকে গ্রেপ্তারে এই প্রথম গুগলের সহায়তা পেলো গোয়েন্দারা। hackerমেহেদি হাসান। রাজধানীর মহাখালীর এমসিইটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র। কিন্তু, এই পর্যায়ে এসে সুশিক্ষায় সুপাত্র হওয়ার বদলে উল্টো চুরিবিদ্যায় হাত পাকিয়েছে। অনলাইনে তথ্যউপাত্ত চুরি করে ৩ বছর ধরে একের পর এক একাউন্টধারীদের কাছ থেকে টাকা আদায় করছিলো এই হ্যাকার। মেহেদি হাসানের প্রতারণার শিকার হয়েছে অন্তত ১ শ’ ব্যক্তি ও প্রতিষ্ঠান। ২৮ ফেব্রুয়ারি মহাখালি থেকে মেহেদিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। এ সময় তার কাছ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার ও বিভিন্ন ধরণের চিপ জব্দ করা হয়। হ্যাকিং মেহেদির জন্য অবৈধ আয়ের পথ করে দিয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এদিকে, মেহেদিকে গ্রেপ্তারে আগে তার অবস্থান সনাক্ত করতে এই প্রথম সহায়তা করেছে তথ্য প্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গুগল। গোয়েন্দা পুলিশ জানায়, হ্যাকিং সংক্রান্ত অর্ধশত অভিযোগ তদন্ত করে মেহেদির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি